আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইতিহাস থেকে কয়েকটি টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর । আর আশা করছি এই সকল প্রশ্নগুলো আপনাদের নানারকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাহায্য করবে।তাই চলুন বেশি সময় টাইমপাশ না করে শুরু করা যাক।
১। ইশা খাঁ'র বংশধর কে ছিলেন ? উঃ দেওয়ান ফিরোজ খাঁ
২। ঢাকা অঞ্চলের নামের উতপত্তি হয় কোন শব্দ থেকে ? উঃ দবাক
৩। ১৬২২-১৬৩৮ খ্রিস্টাব্দে আরাকানের রাজা কে ছিলেন ? উঃ শ্রীসুধর্ম
৪। প্রাচীনকালে উত্তরবঙ্গের নাম কি ছিল ? উঃ পৌণ্ড্র দেশ
৫। চেদি রাজ্য এখন কোথায় রয়েছে ? উঃ ভারতের বুন্দেলখন্ডে
৬। মণিপুরের প্রাচীন নাম কি ছিল ? উঃ মিতাইলেক পাক
৭। গুপ্ত যুগে চেদি রাজ্যের রাজধানী কোথায় ছিল ? উঃ কালাঞ্জোর-এ
৮। কলচুরিদের সময় চেদি রাজ্যের রাজধানীর নাম কি হয় ? উঃ মহিষমতি নগর
৯। কোন যুগে মহিলাদের শিক্ষা না দিয়ে ঘরে বন্দী করে রাখা শুরু হয় ? উঃ নব-ব্রাহ্মন্য ধর্মের যুগে ।
১০। ১১৪২ সালে কোন বাঙালী সারা উড়িষ্যা জয় করে গঙ্গা বংশ স্থাপন করেন ? উঃ মেদিনীপুরের অনন্তবর্মা
১১। রাঢ়ের অতি প্রাচীন রাজধানী সিংহপুরের বর্তমান নাম কি ? উঃ সিঙ্গুর
১২। একাদশ খ্রিস্টাব্দ ও তার আগে নেগাপত্তম নামে যে বন্দর ছিলো তার বর্তমান নাম কি ? উঃ চেন্নাই
১৩। নেগাপত্তমে কে বৌদ্ধস্তূপ তৈরি করেন ? উঃ রাজা চূড়ামন বর্মা
১৪। গ্রিকেরা প্রাচীন কালে গুজরাতের দক্ষিনাংশকে কি নামে অভিহত করতেন ? উঃ লাট বা লারিকা
১৫। নিঃশঙ্ক মল্ল কোথাকার রাজা ছিলেন ? উঃ তাম্বপম্বী (সিংহল) ।
১৬। সিংহলের রাজা বিজয়সিংহ কত সালে মারা যান ? উঃ ৪৪৬ খ্রিস্ট পুঃ
১৭। অঙ্গ প্রদেশের রাজধানীর নাম কি ছিল ? উঃ চম্পা
১৮। বিজয় সিংহের পর সিংহলের রাজা কে হন ? উঃ পাণ্ডুবাসুদেব
১৯। বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী বনে কে স্মারক স্থাপন করেন ? উঃ সম্রাট অশোক
২০। শাক্য রাজ্য কোন সাম্রাজ্যের অন্তর্গত ছিল ? উঃ কোশল সাম্রাজ্যের
২১। ' বুদ্ধ চরিত' বইটি কার লেখা ? উঃ অশ্বঘোষ
২২। প্রাচীন কালে সারথী কাকে বলা হত ? উঃ রাজার প্রধান পরামর্শ দাতা কে
২৩। বুদ্ধদেব কত বছর বয়সে দেহ রাখেন ? উঃ ৮০ বছর
২৪। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম থেকে মুখ্যত কোথায় আলাদা ? উঃ সঙ্ঘ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে
২৫। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর কবে জন্ম নেয় ? উঃ ৫৪৭ খ্রীস্টাব্দে
0 Comments
Thanks